অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ
এম এ জামান (সাতক্ষীরা):
করোনাকালে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় কর্মহীন কিন্তু সমাজিক লোকলজ্জায় হাত পাততে বা চাইতে না পারা মানুষের দোরগোড়ায় নিত্য খাদ্যপণ্য চাল, ডাল, আলু, পেয়াজসহ স্বাস্থ্য প্রতিরক্ষা উপকরণ পৌঁছে দিচ্ছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মানবিক খাদ্য সহায়তা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচীর অংশ হিসেবে ১৭ জুলাই বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের উদ্যোগে মোটরসাইকেলে করে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী পোঁছে দেওয়া হয়। সরকারের স্বাস্থ্যবিধি ও যথাযথ দূরত্ব মেনে চলমান এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, কার্যকরী সদস্য অতিরিক্ত পিপি এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, জেলা তাতী লীগ সহ-সভাপতি মিলন কুমার রায়, সাবেক জেলা ছাত্র লীগ সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, সাবেক ছাত্র নেতা রনজিত ঘোষ, সিটি কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল প্রমুখ। এ কর্মসূচির আওতায় প্রায় প্রতিদিন সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মানবিক খাদ্য সহায়তা সুষ্ঠুভাবে তুলে দেওয়া হচ্ছে।
এই ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অংশ হিসেবে তারই কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর আমরা তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর হাতকে শক্তিশালী করতে যে যায় অবস্থান থেকে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগে সব সময়ই মানুষের পাশে থাকবে। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিই।