স্বস্তি এসেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে
মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):
প্রিয়জনের সাথে ঈদ উৎযাপন করতে ষরমুখো মানুষ স্বস্তিতে ফিরেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে। এর আগে রোববার (১৮জুলাই)ভোর থেকে সকাল ১০টা পযর্ন্ত এ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পযর্ন্ত প্রায় ২০কি:মি:থেমে থেমে যানজটের থাকে।
রোববার বেলা ১২টার দিকে মহাসড়কের রাবনা এলাকায় গিয়ে দেখা যায় যানবাহন আগের চেয়ে এখন স্বাভাবিক গতিতে চলছে ঢাকামুখী ও উত্তরবঙ্গ লেনের গাড়ি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ থাকলে ও এখন স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।
এদিকে গত ২৪ সন্টায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ৩২ হাজার ৭শত ১৩ টি যানবাহন পারাপার হয় । এতে টোল আদায় হয় ২ কোটি ৮২ লাক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা
বাঙলাদেশ সেতুর সাইট কাযালয়ের নিবার্হী প্রকৌশলী আহসানুল কবীর পাবেল জানায় সেতুর উপর দিয়ে ঢাকাগামী ১৫ হাজার ৫৬০ টি যানবাহন পারাপার হয় এতে টোল আদায় হয় ১ কোটি ৩৯ লক্ষ ২২ হাজার ৯৭০ টাকা । অপর দিকে উত্তরবঙ্গমুখী ১৭ হাজার ৪৩ টি যানবাহন পারাপার হয় এতে টোল আদায় হয় ১ কোটি ৪৩ লক্ষ ৬৭ হাজার ৫৯০ টাকা । তিনি আর ও জানান আজকে যে পরিমান যানবাহন পারাপার হয়েছে তাতে আগামী দুদিনে এর চেয়ে বেশী যানবাহন পারাপার হবে বলে মনে করেন ।