শিরোনাম

South east bank ad

করোনা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারণা গাজীপুরের কাপাসিয়ায়

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গাজীপুরে করোনা ভাইরাস, আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয়রোধে কাপাসিয়া থানা পুলিশ মসজিদ ভিত্তিক ব্যাপক ভাবে প্রচার-প্রচারণা চালিয়েছেন। কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদে প্রচারণার অংশ হিসাবে গতকাল ১৬ জুলাই শুক্রবার উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদে জুম্মার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ।
মসজিদ উন্নয়ন সমন্বয়কারী সাংবাদিক এফ এম কামাল হোসেনের পরিচালনায় ওসি মো. আলম চাঁদ তার বক্তব্যে বলেন, বিশ্ব পরিমন্ডলে করোনার প্রকোপ মোকাবেলায় উন্নত দেশগুলো উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে পরিত্রাণ পেতে তাদের মতো করেই ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। আমাদের সামর্থ কম, তাই সবাই সচেতন না হলে করোনার থাবার শোচনীয় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন। এছাড়া করোনা আক্রান্ত প্রতিবেশীদের প্রতি সহনশীল আচরন এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক এবং ঈদকে সামনে রেখে অপরাধী চক্রের সক্রিয় হয়ে উঠারোধে সর্তক থাকতে হবে। বিশেষ করে অভিনব কায়দায় গরু চুরি ও মোটরসাইকেল চুরি রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করে সহযোগিতা চাইলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সম্প্রতি থানা পুলিশ উপজেলার বিভিন্ন মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: