অগ্রণী ব্যাংকের এমডির পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় দোয়া মাহফিল করলো সিঙ্গাপুরের অগ্রণী এক্সচেঞ্জ হাউজ
সম্প্রতি অগ্রণী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলাম এবং তার পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ (প্রা.) লিমিটেডের মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
ওই দোয়া মাহফিলে এমডি ও সিইও এবং তার পরিবারের আশু রোগমুক্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী এক্সচেঞ্জ হাউজ (প্রা.) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম, অপারেশনস ম্যানেজার নেছার আহমেদ মিশুক, সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশী বিভিন্ন ব্যবসায়িক নেতা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।