হোটেল শ্রমিকরা প্রধানমন্ত্রী ঘোষিত নতুন প্রণোদনা প্যাকেজে অন্তর্ভুক্তি চায়
প্রধানমন্ত্রী ঘোষিত ৫টি নতুন প্রণোদনা প্যাকেজে হোটেল রেস্টুরেন্ট খাতে কর্মরত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এ দাবি করা হয়।
সম্প্রতি ঘোষিত ৩ হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন।
সংগঠনটির পক্ষে সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ এ বিবৃতিতে বলা হয়, হোটেল রেস্টুরেন্ট খাতে প্রায় ৩০ লাখ শ্রমিক কর্মরত। চলমান কঠোর বিধিনিষেধের কারণে এ খাতের শতকরা প্রায় ৯৫ ভাগ শ্রমিক কর্মহীন। তাদের মধ্যে কতজন আবার আগের চাকরিতে ফিরতে পারবে, তার নিশ্চয়তা নেই।
এ অবস্থায় অসহায় ও মানবেতর জীবন যাপন করা শ্র্রমিকদের সরকারি সহযোগিতার আওতায় আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বরাবরও স্মারকলিপি দেওয়া হয়েছে। এর পরও সরকারের পক্ষ থেকে শ্রমিকদের সহযোগিতার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।