জমে উঠেছে মাধবপুর পৌরসভার পশুর হাট
শেখ জাহান রনি (মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় স্বাস্থ্য বিধি মেনে জমে উঠেছে পশুর হাট।
শুক্রবার ১৬ জুুুুলাই সকাল থেকেই বাজারে জমতে শুরু করে কোরবানির পশু।বিকেল থেকে রাত ৮টায় পর্যন্ত মাধবপুর পৌরসভা গরুর হাট ঘুরে দেখা যায়, বাজারে প্রচুর ক্রেতা সমাগম হয়েছে। তবে যে পরিমাণ ক্রেতা বাজারের এসেছেন সেই হারে গরু বেচাকেনা হচ্ছে না। গরুর দাম কিছুটা বেশি হওয়ায় অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। শেষ দিকে হয়তো গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন অনেকে। তবে কেউ কেউ আবার পছন্দমতো দামে গরু পেলে সেটি কিনে নিয়ে যাচ্ছেন।
এব্যাপারে, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক জানান, মাধবপুর পৌরসভা পশুর হাট সুন্দর সুশৃঙ্খল বাজার, এখানে স্বাস্থ্য বিধি ও সামাজিক সচেতনতা মেনে প্রশাসনের নজরদারীর মাধ্যমে বাজার পরিচালনা করা হচ্ছে।