পদোন্নতি প্রাপ্ত র্যাব সদস্যদের র্যাংক ব্যাজ পরালেন র্যাব-৪ অধিনায়ক
যে কোন চাকুরীতে পদোন্নতি জীবনের খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক। বৃহস্পতিবার র্যাব-৪ এর কিছু উদ্যমী র্যাব সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম। পদোন্নতি প্রাপ্তরা হলেন: বিজিবি সদস্য নায়েব সুবেদার মোঃ হাফিজুর রহমান এবং নায়েব সুবেদার বিল্লাল মিয়া নায়েব সুবেদার হতে সুবেদার পদে, সেনাসদস্য কর্পোরাল মোঃ হুমায়ুন কবির খান কর্পোরাল হতে সার্জেন্ট পদে, বিজিবি সদস্য নায়েক মোঃ মাসুদ শেখ, নায়েক প্রদীপ কুমার ভৌমিক, নায়েক উত্তম চন্দ্র দাস, নায়েক মোহাম্মদ আলাউদ্দীন নায়েক হতে হাবিলদার পদে এবং সিপাহী আব্দুল সাত্তার সিপাহী হতে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পেয়েছেন। এসময় পদোন্নতিপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানান র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।