শিরোনাম

South east bank ad

শিমুলিয়া ঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক বেড়েছে যানবাহনের চাপ

 প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। কিন্ত বেড়েছে যানবাহনের চাপ। দীর্ঘদিন পর লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় ফেরিতে কমেছে যাত্রীদের চাপ। শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ফেরি ঘাটে এ দৃশ্য দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এ রুটে ১৩টি ফেরি চলছে। ঘাট এলাকায় পদ্মা পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক ছোট বড় যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া ঘাটের সহকারি পরিচালক সাহাদাত হোসেন জানান, "এ রুটে মোট ৮৭টি লঞ্চের মধ্যে ৭৮টি লঞ্চ চলাচল করছে। বাকী লঞ্চগুলোর কাগজপত্র ঠিক না থাকায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া স্পিডবোট চলাচল নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে টানা ৯ দিন লকডাউন শিথিল থাকায় যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: