ফুলবাড়িয়ায় মিউচুয়াল ট্রাস্টের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শাখার এজেন্ট মোঃ সারোয়ার আলম রোকন তরফদার, আ’লীগ নেতা মোহাম্মদ আলী মাস্টার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মদন মোহন কর্মকার, ময়মনসিংহ শাখা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, রঘুনাথপুর শাখার ইনর্চাজ নাজিম উদ্দিন নাদিম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে শাখার উদ্বোধন করেন।