গোপালগঞ্জে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত
মেহের মামুন (গোপালগঞ্জ):
গোপালগঞ্জে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপথ বিভাগ চত্ত্বরে গাছ লাগিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সুরুজ মিয়া।
এরপর গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ ও নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন বৃক্ষ রোপন করেন।
এছাড়া গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী প্রকৌশলী সুকদেব মহন্ত, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এস.এম নজরুল ইসলাম একটি করে বৃক্ষ রোপন করেন।
পরে সড়ক ও জনপথ বিভাগ চত্ত্বরে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন।