নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা সভা
বিদ্যমান কোভিড -১৯ পরিস্থিতি মোকাবিলা, লকডাউন বাস্তবায়ন, পশুর হাট ব্যবস্থাপনা, দ্রুত বর্জ্য অপসারণ, জলাবদ্ধতা নিরসন,জঙ্গিবাদ নিরসন ও নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে এক আলোচনা সভা গতকাল বুধবার ১৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সেলিম রেজাসহ সিটি কর্পোরেশনের ৩৬ জন কাউন্সিলর।