শিরোনাম

South east bank ad

মাদারীপুরে ভারতীয় নারী আটক, পাঠানো হলো কারাগারে

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :

মাদারীপুরে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গৌরী পাল (৩৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলার কাঁঠালাবাড়ি ইউনিয়নের বাবুমোল্লারকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে বিষয়টি থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। আটক গৌরী ভারতের বিহার রাজ্যের মোজাফরপুর জেলার মাদিয়া পালের স্ত্রী ও ওই এলাকার রগুর মেয়ে বলে প্রাথমিকভাবে জানা যায়।

শিবচর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার, অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, ওই এলাকায় এক অপরিচিত নারী ঘোরাফেরা করছে এমন খবরে সেখানে যায় পুলিশ। তার কথাবার্তা সন্দেহ মনে হয়। সে হিন্দি ভাষায় কথা বললে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে বাংলাদেশে প্রবেশের কারণ ও বৈধ কাগজপত্র দেখতে চাইলে সেই বিষয়ে কিছুই দেখাতে পারেনি আটক গৌরী। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করে পুলিশ। পরে পাঠানো হয় আদালতে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. সাইদুর রহমান শুনানী শেষে গৌরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: