সালথায় কর্মহীন মটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জাকির হোসেন (সালথা):
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে মটর শ্রমিকরা। সংসদ উপনেতা ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া মটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলার মটর শ্রমিক লীগ। উপজেলা মটর শ্রমিক লীগ নেতা শেখ সুমন মাহমুদ এর নিজস্ব অর্থায়নে বুধবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা চত্তরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মটর শ্রমিক লীগের সভাপতি মাহবুব হোসেন, সহ-সভাপতি কাজী এরশাদ, সাধারণ সম্পাদক শেখ সুমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্যা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক সুজিত দত্ত প্রমূখ।
এসময় উপজেলা মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সুমন মাহমুদ বলেন, আমার রাজনৈতিক প্রতিনিধি সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক, কবি ও সমাজ সেবক শাহাদাব আকবর চৌধুরী লাবু মামার দিক নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। আপনারা আপনাদের সাধ্যমত কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করুন।