কঠোর বিধিনিষেধের ১৪তম দিন: বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে যাত্রীর চাপ
কায়সার সামির (মুন্সীগঞ্জ):
লগডাউন শিথিল হবে কাল। সর্বাত্মক লকডাউন এর শেষ দিনে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের বেড়েছে যাত্রী ও ব্যাক্তিগত যানের সংখ্যা। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান। সকাল থেকে বিভিন্ন উপায়ে যাত্রীরা ভেঙ্গে ঘাট এলাকায় এসে ফেরি দিয়ে পার হচ্ছে। তবে বিআইডব্লিউটিসি বলছে পুলিশের চেকপোস্ট পার হয়ে জরুরী প্রয়োজনে যারা ঘাটে আসছে তারাই পারাপার হচ্ছে।
গেলো শুক্রবার বিআইডাব্লিউটিসি থেকে ব্যাক্তিগত যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনার পরও কিছুতেই কার্যকর হচ্ছেনা। বরাবরের মত আজ বুধবার সকালেও ঘাটে ব্যাক্তিগত গাড়ী ও যাত্রীদের উপস্থিতি লক্ষ করা গেছে।
এ ব্যাপারে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, এ নৌরুটে বর্তমানে ৪টি রোরো, ২ টি ঠেলা, ৪ টি কে টাইপ, ২ টিমিডিয়াম ১টি ছোটসহ মোট ১৩ টি ফেরী চলাচল করছে। ঘাটে রাতে ও সকালে যাত্রী ও ছোট গাড়ীর সংখ্যা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই সে চাপ কমে আসে।