শিরোনাম

South east bank ad

সালথায় ছাত্রলীগের প‌ক্ষে ফি‌রোজ খাঁন রা‌জ এর ত্রাণ বিতরণ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন (সালথা):

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপে স্থ‌বির জনজীবন। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে চলছে দুই সপ্তা‌হের ক‌ঠোর লকডাউন। এতে কর্মহীন হ‌য়ে পড়েছে খেটে খাওয়া দিন মজুররা। কর্মহীন হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারন সম্পাদক ফাহিম আহমেদের পরাম‌র্শ ও দিক নি‌র্দেশনায় ফরিদপুরের সালথায় অসহায় ও দুঃস্থ‌্য মানু‌ষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন সালথা উপজেলা ছাত্রলীগ নেতা ফি‌রোজ খাঁন রাজ।

ছাত্রলীগ নেতা ফি‌রোজ খাঁন রা‌জ এর নিজস্ব অর্থায়‌নে কর্মহীন হয়ে পরা অসহায় দুঃস্থ্য মানু‌ষের মা‌ঝে মঙ্গলবার (১৩ জুলাই) বিকা‌লে সালথা উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন গ্রা‌মে বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে অসহায় মানু‌ষের মা‌ঝে চাল, ডাল, তেল, আলু, লবণসহ খাদ্য সামগ্রীর প্যাকেট ও মাস্ক বিতরণ ক‌রেন।

খাদ্যসামগ্রী বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলী‌গ নেতা সজিব খান, সাজ্জাদ খান, ফয়সাল খান, জোভান ইসলাম, অন্তর রায় রনি, আরিফ হোসেন প্রম‌ুখ।

ফি‌রোজ খান রাজ এসময় ব‌লেন, আমি আমার সাধ্য মত অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে।

‌তি‌নি আরও ব‌লেন, আপনার সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দেয়ার অনুরোধ করে ‌ফি‌রোজ খান সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে অনু‌রোধ ক‌রেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: