শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে ৬ ফুট দৈর্ঘ অজগর উদ্ধার

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক (দুর্গাপুর):

নেত্রকোনার দুর্গাপুরে ৬ ফুট দৈর্ঘ একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রাম থেকে অজগরটিকে উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এটিকে গহীন বনে অবমুক্ত করা হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস পূর্বে পাইকুড়া গ্রামের পাশেই লক্ষ্মীপুরের পাহাড়ী ঝরনা ছড়ার বিলে স্থানীয় রাখাল ও কৃষকরা অজগরটিকি দেখতে পান। পরে তারা সাপটিকে পিটিয়ে গুরুতর আহত করে একটি খাচার ভিতরে বন্দী করে রাখেন । স্থানীয় বাসিন্দা ফৌজদার মিয়া অজগরটিকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসে। সাপটিকে রাখার জন্য তৈরি করেছেন একটি লোহার খাঁচা । দীর্ঘ দুই মাস তার বাড়িতে রেখে অজগরটি লালন পালন করে আসছে সে।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ উপজেলা প্রশাসনের সহযোগিতা পুলিশ, বন বিভাগ ও স্থানীয় বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা তার বাড়ি থেকে অজগরটিকে উদ্ধার করে । পরে সেটিকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসলে অবমুক্ত করার জন্য বন বিভাগ ও সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ।

মঙ্গলবার বিকেলে অজগরটিকে উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ি গহীন জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন তারা ।
এসময় উপস্থিত ছিলেন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের উপদেষ্টা একেএম ইয়াহিয়া, সংগঠনটির সভাপতি রিফাত আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ অভি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন, বন বিভাগের প্লান্ট সরকারী আব্দুর রউফ, দুর্গাপুর থানার এএসইআই আনিসুল হক, কনস্টেবল এমদাদুল, সদস্য সুশান্ত প্রসাদ, এমদাদুল হক প্রমূখ ।
বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পরপরই প্রশাসনের এ ব্যাপারে অবগত করি। পরে প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা চন্ডিগড় ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে অজগরটি উদ্ধার করি । স্থানীয় রাখাল ও কৃষকরা অজগরটিকে পিটিয়ে আহত করলে স্থানীয় এক যুবক এটি বাঁচিয়ে সযতেœ লালন পালন করছিলেন। তবে বন্যপ্রাণী পালনের কোন বিধান না থাকায় আমরা তার সাথে কথা বলে প্রাণীটিকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়ে আসি ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, সানি ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবক সদস্যরা অজগরটিকে আটকে রাখার সংবাদ জানানোর পরপরই প্রাণীটিকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক বন বিভাগ, পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা দেই । পরে তারা প্রাণীটিকে সুস্থভাবে উদ্ধার করে নিয়ে আসলে আবারো বলে ছেড়ে দেওয়ার জন্য তাদের কাছে হস্তান্তর করি। গত চার মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করেছে এই স্বেচ্ছাসেবক ও বন বিভাগের কর্মীরা ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: