মাদারগঞ্জে লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর সাপ
শামীম আলম (জামালপুর):
জামালপুরের মাদারগঞ্জে জালে আটকে ধরা পড়লো ১০ ফুট লম্বা একটি অজগর সাপ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলার বালিজুড়ী সকাল বাজার সংলগ্ন তারতাপাড়া গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানের বেড়া দেওয়া জালে ১০ ফুট লম্বা অজগর সাপটি আটকে যায়। তারতাপাড়া গ্রামের কৃষক মোসলেম উদ্দিন সকালে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় জালে আটকে থাকা সাপটি দেখতে পান। এ বিষয়টি এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে সাপটি দেখার জন্য উৎসুক জনতা দলে দলে ভীড় জমায়। মাদারগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুল হক জানান, খবর পেয়ে ওই এলাকায় দ্রত পুলিশ পাঠাই যাতে সাপটিকে কেউ মেরে ফেলতে না পারে। শেরপুর বন বিভাগকে ঘটনাটি জানানো হয়। বন বিভাগের লোক আসলে তাদের হাতে সাপটিকে হস্তন্তর করা হয়।