ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৮ জনের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০জন করোনায় এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, ‘সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন নেত্রকোনার সালমা (৩৫), শেরপুরের হানিফ মিয়া (৫০), টাংগাইল শফিপুরের হাবিবুর রহমান (৪৫), ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), ঈশ্বরগঞ্জের ফরিদা (৪০), গফরগাঁয়ের আজিমউদ্দিন (৪০) ও শিরিনা (৬০), ত্রিশালের হোসনে আরা (৫৮), শেরপুরের মরিয়ম (৬৫) ও টাংগাইল মধুপুরের খোরশেদ আলম (৭০)। এ ছাড়া এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের ৬জন আনোয়ারা (৭০), আবুল বাশার (৬০), আবদুল কুদ্দুস (৭০), সিরাজুল হক (৬০), কে এম জালালউদ্দিন (৮৭), মো. আব্দুল রাজ্জাক (৬৫), জামালপুর সরিষাবাড়ির মাহফুজা (৫০), টাংগাইল মধুপুরের সুরাইয়া (৩৫)।’
ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, ‘করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন এবং নতুন শনাক্ত ৩০০জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন। এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৭৫টি নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। ’
শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।