অনলাইন মাধ্যমে মিলনমেলা ও শুভেচ্ছা অনুষ্ঠান ইউল্যাবের
ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগ সামার সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি একটি অনলাইন মিলনমেলা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই আগামীর জন্য লিবারেল আর্টস শিক্ষা। শুভেচ্ছা অনুষ্ঠানের শুরুতে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের স্বাগত জানান।
এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন হায়দরাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুচন্দ্র ঘোষ। ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা লিবারেল আর্টস শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
মিলনমেলা ও শুভেচ্ছা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কুল অব সোস্যাল সায়েন্সের ডিন ও ইউল্যাব আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসাইন, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসাইন, সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) পরিচালক ড. সামিয়া এ সেলিম, ইউল্যাব জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ও সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের পরিচালক অধ্যাপক শাহনাজ হুসনে জাহান প্রমুখ বক্তব্য দেন।