শিরোনাম

South east bank ad

বাকৃবির জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক দেওয়ান রাশীদুল হাসান আর নেই

 প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দফতরের অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক বিশিষ্ট জনসংযোগবিদ দেওয়ান রাশীদুল হাসান (৭১) সোমবার ১২ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর বাকৃবি শেষ মোড় মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় বলে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু জানিয়েছেন।

বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতরের অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক বিশিষ্ট জনসংযোগবিদ দেওয়ান রাশীদুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাকৃবি সিন্ডিকেট সদস্য মোঃ ইকরামুল হক টিটু, বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) সভাপতি মো: আবুল কাসেম শিখদার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ.এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশিদুল হাসান পড়ালেখা শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা অফিসার হিসেবে যোগ দেন, এরপরে ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং ২০১০ সালে পরিচালক ( জনসংযোগ) হিসেবে অবসর নেন। তিনি সর্বপ্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিচালক পদ সৃষ্টি করেন অনেক কাঠখড় পুড়িয়ে। পরবর্তীতে কৃষি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিভাগে পরিচালক পর্যন্ত পদোন্নতির ক্ষেত্র তৈরি হয়। তিনি পাবলিক রিলেশন্স এর উপর বাংলাদেশে সর্বপ্রথম পি এইচ ডি ডিগ্রীলাভ করেন। ভারতের আসাম বিশ্ববিদ্যালয় হতে তিনি এ ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) সভাপতি মো: আবুল কাসেম শিখদার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু স্বাক্ষরিত এক শোকবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি গভীর শোক প্রকাশ করছে। তিনি জনসংযোগ পেশায় একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃদুভাষী অমায়িক সজ্জন হাসান বিপিআরএ এর সাথে নিবিড় সংযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন মহীরুহ হারালাম।

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দফতরের অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক বিশিষ্ট জনসংযোগবিদ দেওয়ান রাশীদুল হাসান ছিলেন একজন আপদমস্তক সুদক্ষ জনসংযোগবিদ। পেশার প্রতি তিনি যতœবান ,দায়িত্বশীল অত্যন্ত দক্ষ অমায়িক ভালো মানুষ ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: