পটুয়াখালীতে খাল দখলের প্রতিবাদে মানববন্ধন
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীতে একটি প্রভাবশালী মহল সরকারি খালে একাধিক বাঁধ দিয়ে দখল করে মাছ চাষ করায় দখল দারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। এঘটনা সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর এলাকায়। ১২ জুলাই দুপুরে স্থানীয় শ্রীরাম পুর এলাকার কয়েক শতাধিক প্রান্তিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করেন।
এলাকাবাসী জানান দীর্ঘ ২০ বছর ধরে এলাকার কিছু প্রভাবশালীরা ফেদিয়ার খাল থেকে কোহারজোদের দীর্ঘ ১০ কিলোমিটার খাল দখল করে রাখায় ব্যাহত হচ্ছে এলকার কৃষি কাজ এবং কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হচ্ছে। তাই ক্ষমতাশালীদের হাত থেকে খাল অবমুক্ত করে দিতে জেলা প্রশাসক ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।