শিরোনাম

South east bank ad

টিকা নেওয়ার পরও স্বপরিবারে করোনায় আক্রান্ত ড. তাজুল

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

২ডোজ টিকা নেওয়ার পরও স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ কাস্টমস এর এডিশনাল কমিশনার ড. মোহাম্মদ তাজুল ইসলাম। তার সাথে যোগ হয়েছেন বয়স্ক বাবা, স্ত্রী, ২ সন্তান, ২জন সাহায্যকারী ও ড্রাইভার সহ মোট ৮ জন। ড. মোহাম্মদ তাজুল ইসলাম সকলের দোয়া কামনা করেছেন। তাঁরা বর্তমানে গ্রামের বাড়ী ফুলবাড়িয়ার আছিমের বাঁশদীতে হোম আইসলোশনে আছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ। আজ শনিবার বিকাল ৫টায় Mohammad Tazul Islam তাঁর ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাজ দিয়ে আক্রান্তের বিষয়ে জানান দেন। তিনি লিখেছেন-
আস্সালামু আলাইকুম।
২ মাস ১৫ দিন শেষে আবারও করোনায় আক্রান্ত হলাম। তবে এ যাত্রায় একা নই। ৮০’র অধিক বয়স্ক বাবা, স্ত্রী,২ সন্তান, ২জন সাহায্যকারী ও ড্রাইভার সাহেব সহ মোট ৮ জন আক্রান্ত। জানিনা সৃষ্টিকর্তা আর কত পরীক্ষা নিবেন। ২ডোজ টিকা, করোনায় ১ ডোজ সহ ৩ডোজের পরও আক্রান্ত হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। করোনা কাউকে করুনা করেনা। কতটা কষ্টকর তা আক্রান্তরাই জানে। শরীর মন উভয়ই খারাপ। আবারও আপনাদের নিকট দু’আ চাচ্ছি। সৃষ্টিকর্তা যেন সহায় হন। সকলেই সাবধানে ও নিরাপদে থাকুন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: