জামালপুরে নতুন করে করোনায় ৩৪জন শনাক্ত
শামীম আলম (জামালপুর):
জামালপুরে টানা কয়েক দিন ঊর্ধ্বগতির পর আজ শনাক্তের সংখ্যা অনেকাংশে কম হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে হঠাৎ করে কমে আবার তা দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও জেলা আজ তুলনামুলক নমুনা পরীক্ষা কম থাকায় শনাক্তের সংখ্যা কম হয়েছে বলে জানা যায়। গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২৩.৮০শতাংশ থেকে কমে ২০শতাংশে নেমে এসেছে। যা গতকালের তুলনায় আজ ৩.৮শতাংশ কম হয়ে । নতুন করে একদিনে ৩৪ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানান। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জামালপুর সদরে ১৮ জন , ইসলামপুরে ১১জন সরিষাবাড়ি ২ জন মাদারগঞ্জে ১জন মেলান্দহে ২জনের । জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৬৭জন, মোট সুস্থ ২৬৮৩জন, মোট মৃত্যু ৬৪জন। রেফার্ড ৪১জন। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ২৩জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৫৮৪জন।