টুংটাং শব্দে মুখরিত পঞ্চগড়ের কামার পল্লী
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
হাতুরি আর ছুরি চাকুর টুংটাং শব্দ এবং কামারদের ব্যস্ততা জানান দিচ্ছে কোরবানি ঈদ অতি সন্নিকটে। পঞ্চগড় বাজারের কামার পল্লী সহ জেলার গ্রাম্য হাট বাজারে বসা কামার দোকান ঘুরে একই চিত্র দেখা গেছে। সারা বছর গোস্ত কাটার যন্ত্রপাতি চাকু, বটি,দা, পশু জবাই করার ছুরি, হাড় কাটার জন্য চাপাতি প্রয়োজন না হলেও কোরবানি ঈদে প্রায় প্রত্যেক বাড়িতে দরকার হয় এসব যন্ত্রপাতির। এজন্য এসময় কামার পাড়ায় এইসব জিনিষ তৈরির ধুম পড়ে যায়।দোকানে দোকানে বাড়ে ক্রেতা সমাগম। বিক্রিও বাড়ে অনেক বেশি। কিন্তু এবার করোনা প্রাদুর্ভাবের কারনে প্রয়োজনীয় উপকরণের অভাব, কাঠ কয়লা ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় তৈরিকৃত জিনিসপাতির সঠিক দাম পাচ্ছেন না কর্মকাররা। শহর কিংবা গ্রামের লোকজন কোরবানির গরু কেনার পাশাপাশি ছুটছেন বাজারের কামার পল্লীতে। সেখানে তারা তাদের প্রয়োজন মত যন্ত্রপাতি ক্রয় করছেন। পঞ্চগড় সদর উপজেলার রজলী বাজারের কর্মকার স্বাধীন চন্দ্র বর্মন বলেন,আমি ছোটবেলা থেকে দেখছি আমার দাদাকে এ কাজ করতে,তারপর বাবা এখন আমি। আমাদের বংশ পরম্পরায় এ পেশা চলে আসছে। আমি ও আমার ভাই এখনও ধরে আছি এই পেশা। পোষায় না।সবকিছুর দাম বেশি। আমাদের অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। ফুটকিবাড়ি বাজারের কর্মকার হরিধন বলেন, এসময় লোকজন দা,ছুরি,বটি,চাপাতি বেশি কিনে। অনেকে আবার পুরাতন ছুরি, বটি,চাপাতি,চাকু ধারালো করে নেন। নতুন চাপাতি ক্রয় করতে আসা জয়নুল বলেন,চাপাতি প্রতিটা ৫শ থেকে ৭শ টাকা। নতুন চাকু,ছুরি,বটি,দা ৫০ টাকা থেকে ৬০০ টাকায় বিক্রি করছে তারা।