আঞ্চলিক ভাষায় সবার সাথে কুশলাদী বিনিময় করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা
মাসুদ রানা (আটোয়ারী):
চলমান কোভিড-১৯ মহামারীতে পঞ্চগড়ের মানুষ কেমন আছেন,খোজ খবর নিতে ঢাকা থেকে ছুটে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। তিনি পঞ্চগড়ের আটোয়ারীতে এসে যুব সমাজকে সাথে নিয়ে গ্রাম-গঞ্জে গিয়ে চলমান কোভি-১৯ পরিস্থিতি ও সরকার ঘেষিত লকডাউনে সাধারণ মানুষ কেমন আছেন খোজ খবর নিচ্ছেন। তিনি গ্রাম গঞ্জে গিয়ে সাধারণ মানুষদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে মতবিনিময় করছেন। নাঈমুজ্জামান মুক্তা’র উপস্থিতির কথা শুনে লোকজন এগিয়ে আসলে সালাম দিয়ে তিনি আঞ্চলিক ভাষায় বলেন, তুমরা সবাই ভাল আছেন তো ? করোনার তানে তুমারলার সঙ্গে অনেকদিন দেখা করিবা পারুনি। কে কেরং আছেন, খবর নিবার তানে মুই ঢাকা থেকে ছুটে আসিচু । তিনি আঞ্চলিক ভাষায় সবার সাথে কুশলাদী বিনিময় করেন এবং করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে জনসমাগম বর্জন করা, বিনা কারনে ঘরের বাইরে না যাওয়া এবং মাস্ক পড়ার পরামর্শ সহ সরকার ঘোষিত বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেন।