৬৫ভাগ শেষ হয়েছে ফুলবাড়িয়া মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কাজ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়াতেও চলছে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কাজ। উপজেলা পরিষদ সম্মুখে নির্মিতব্য ৩য় তলার ছাদ (শেষ ছাদ) ঢালাইয়ের কাজ শেষ হয়েছে গতকাল। এই প্রকল্পের বৃহৎ কাজগুলোর একটি শেষ হয়েছে, গম্বুজ ও মিনারের কাজে তুলনামুলকভাবে সময় কম লাগবে বলে জানা গেছে। চলতি বছরের শেষেরদিকে প্রকল্পের অন্যতম পরিকল্পক সরকার প্রধান শেখ হাসিনা উদ্বোধন করবেন।
জানা যায়, ফুলবাড়িয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ কাজ ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন এডভোকেট। প্রকল্পটি মার্ক বিল্ডার্স লিমিটেড এর মাধ্যমে বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, ময়মনসি। নির্মাণ কাজের উদ্বোধনের পর আগেকার মসজিদটি অপসারণ করা হয়। সাথে সাথে সামনের জায়গায় রোপিত গাছগুলোও অপসারণ করে কাজ শুরু করা হয়। আধুনিক সুবিধা সম্বলিত মডেল মসজিদে ১৩টি বিশেষ সুবিধার মধ্যে মসজিদে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ্ব পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে।
সুবিধাগুলোর মধ্যে আরও রয়েছে- নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধি মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্ণার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, লাশ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা।
প্রকল্প সূত্র জানিয়েছে, মসজিদ আল্লাহর ঘর এবং মুসলমানদের ইবাদতের পবিত্রতম জায়গা এটি। কাজে স্বচ্ছতার সাথে শতভাগ কোয়ালিটি নিশ্চিত করতে আমাদের কোম্পানীর নির্দেশনা রয়েছে। প্রকল্পের ৬৫ভাগ কাজ শেষ হয়েছে।
মার্ক বিল্ডার্স লি: এর সাইড ইঞ্জিনিয়ার মো. জুয়েল রানা বলেন, ২০২১ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় ১০০টি মসজিদ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ১শ মসজিদের মধ্যে অত্র ফুলবাড়িয়ার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রও একটি। আমরা সেই আঙ্গিকেই প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে রাজমিস্ত্রি ও ইলেকটিশিয়ান কাজ করছে। ঈদের পর টাইলস কারিগররা কাজ শুরু করবে।