শিরোনাম

South east bank ad

রাজশাহী বিভাগের সর্বোচ্চ আক্রান্ত পাবনায় ২৯১ জন কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রনি ইমরান (পাবনা):

করোনার ভয়াবহ সংক্রমণে গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছে ২৯১ জন যা মহামারী শুরু হওয়ার পর থেকে পাবনায় একদিনের হিসেবে সর্বোচ্চ এবং আক্রান্তের দিক থেকে রাজশাহী বিভাগের মধ্যে পাবনা জেলা শীর্ষে। আক্রান্তদের মধ্যে পাবনা সদরে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জন,ঈশ্বরদীতে ১৫৮ জন,আটঘরিয়াতে ৭ জন,চাটমোহরে ২ জন,ভাঙ্গুড়াতে ৭ জন,ফরিদপুর ১৫ জন, সাথিয়াতে ২০ জন বেড়াতে ১২ জন,সুজানগরে ১৯ জন।জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮শত ১৮ জন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস গত এক সপ্তাহে রোগী হাজার ছাড়িয়ে গেছে। পাবনায় করোনা শনাক্ত হওয়ার পর ও উপর্সগ নিয়ে রোগী মৃত্যুর সংখ্যাও বাড়ছে বলে জানা যায়। পাবনায় শহরে গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাবে। আক্রান্ত হয়ে বা উপর্সগ নিয়ে হাসপাতালে আসা রোগীদের ভীর বড়ছেই। কোভিড ওর্য়াডে রোগীদের প্রয়োজন মত সেবা নিশ্চিত হচ্ছেনা বলে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন।কয়েকটি সূত্র থেকে জানা যায়, সেখানে নানা অব্যবস্থাপনা রয়েই গেছে। করোনার ভর্য়াল সংক্রমণ ঠেকাতে মানুষকে কঠোর সচেতন হওয়ার জন্য বলেছে জেলা স্বাস্হ্যবিভাগ। এই সঙ্কটকালীন সময়ে যারা আক্রান্ত হয়নি বা হয়েছে তাদের সকলকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলছে জেলা স্বাস্হ্যবিভাগ।পাবনায় কয়েকদিনের মধ্যে গনটিকাদান কর্মসূচি চালু করা হবে বলে জানা যায় জেলা স্বাস্থ্যবিভাগ থেকে। লকডাউন সফল করতে মাঠে কাজ করছে জেলা প্রাশাসন। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা যায় জেলা পুলিশের সদস্যদের তারা মানুষকে সচেতন করছেন। অযথা আড্ডা বা গেদারিং না করে করোনার ভয়াবহতা বুঝিয়ে মানুষদের সচেতন করার চেষ্টা করছেন।মানুষের জন্য ঘড়ের বাহিরে কাজ করতে গিয়ে একে একে আক্রান্ত হচ্ছে সাংবাদিক, পুলিশ, সেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মীরা। সংকট কালে জেগে উঠেছে পাবনার তরুণেরা দিনরাত, ঝড় বৃষ্টি উপেক্ষা করে শ্বাসকষ্টে থাকা অসহায় রোগীদের বিনামূল্য আক্সিজেন সিলিন্ডার ঘড়ের দরজায় পৌঁছে দিচ্ছে। ফোন পেলে ছুটছে তারা। এসব মানবিক তারুণ্যকে অভিবাদন জানিয়েছেন সুশীল সমাজ পাবনা। শহরে মানুষ জনশূন্য হলেও শহরের আশপাশের এলাকায় ভীর গেদারিং দেখা যাচ্ছে অনেক মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছে এবং স্বাস্হ্যবিধির তোয়াক্কা করছে না।বাইরে থেকে এসে নিজের পরিবারে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে। এলাকার মসজিদ থেকে জনসচেতনতা মূলক মাইকিং করার কথা থাকলেও তা হয়নি। জেলায় গত দিন ৬ জুন ২৪ ঘন্টার লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৫৭ জনকে ৫৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে বলে জেলা প্রাশাসন থেকে জানা যায়। লকডাউনের সাথে বৃষ্টি কিছুটা আর্শিবাদ হয়ে এসেছে সংক্রমণ রোধে। সকলকে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার আহবান জানিয়েছেন জেলা স্বাস্ব্যবিভাগ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: