ময়মনসিংহে কোরবানি পশুর হাট ওয়েবসাইট উদ্বোধন
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলা প্রশাসন উদ্যোগে তৈরিকৃত ডিজিটাল প্ল্যাটফরমে অনলাইন কোরবানি হাট ওয়েবসাইট www.qurbanihatmym.com ৬ জুলাই ভার্চ্যুয়ালি উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
করোনা পরিস্থিতির কারণে এবার কোরবানির ঈদে ক্রেতা-বিক্রেতা অনেকেরই ভরসাস্থল হতে যাচ্ছে ভার্চ্যুয়াল পশুর হাট। তাই ঈদে কোরবানির পশু ক্রেতা-বিক্রেতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ভার্চ্যুয়াল পদ্ধতিতে পশু কেনা-বেচার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
ভার্চ্যুয়ালি কোরবানি পশুর হাট ওয়েবসাইট www.qurbanihatmym.com উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা গরু, ছাগল বা কোরবানি উপযুক্ত পশুর স্থিরচিত্র বা ভিডিও দেখার সুযোগ রয়েছে। গরুর দাম, বয়স, ওজন, কোথা থেকে আনা হয়েছে, এমন সব তথ্য থাকবে। কোরবানির হাটের গিয়ে ক্রেতা যেভাবে গরু যাচাই-বাছাই করে থাকেন, ঠিক সেভাবেই দেখা যাবে। পছন্দ হলে ক্রেতা গরু কিনে নিতে পারবেন।
অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন সচিব রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌরসভার মেয়রগণ, জেলাধীন সকল উপজেলা নির্বাহী অফিসার,; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যাক্তিত্বগণ।
এ সময় অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে ক্রয়-বিক্রয় করার জন্য সকলকে অনুরোধ করা হয়।