কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
এ এস রায়হান (সিলেট):
সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পূর্ণাছগাম গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন, অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)।
স্থানীয় গ্রামবাসীরা জানান, প্রাণেশ ও দিগেস দুইজন সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ মারতে যান। এ সময় আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী।