শিরোনাম

South east bank ad

সিলেটে করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৬২

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এ এস রায়হান (সিলেট):

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৭ জনই সিলেটের। আর একজন সুনামগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা। সেই সাথে শনাক্ত হওয়া ৩৬২ জনের মধ্যে সিলেটের ১৬৫ জন রয়েছেন। এদিকে একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় এ পর্যন্ত করোনায় ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।

প্রতিবেদনে থেকে আরও জানা যায়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬২ জনের করোনা শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৫, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ৯৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ৩৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১১৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: