শিরোনাম

South east bank ad

শরণখোলায় করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম (বাগেরহাট) :
করোনা রোগীর সেবা দিতে বাগেরহাটের শরণখোলায় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৬জুলাই) সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।
অক্সিজেন ব্যাংকের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হাচান তেনজিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন ও এম সাইফুল ইসলাম খোকন।
অন্যদের মধ্যে মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদ মহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম আকন, আওয়ামী লীগ নেতা একরামুল কবির কিচলু, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতা নাজমুল আহসান শিমুল গাজী, আজিজুল ইসলাম সবুজ, যুবলীগ নেতা ইমরান হোসেন রাজিব, শ্রমিকলীগ নেতা তাইজুল ইসলাম মিরাজ প্রমুখ।
সংগঠনের নেতারা বলেন, কোনো করোনা রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমাদের সংগঠনে যোগাযোগ করলে তার বাড়িতে সিলিন্ডার পৌছে দেওয়া হবে। বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সার্বিক সহযোগিতায় তার নামেই প্রাথমিক অবস্থায় ৬টি াক্সিজেন সিলিন্ডার নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়েছে। করোন মহামারীর এই সংকটময় মুহূর্তে সমাজের দানশীল ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: