ত্রিশালে করোনায় তিন জনের মৃত্যু, আক্রান্ত ৬৪ জন
এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের ত্রিশালে গত দুই দিনে পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রের স্ত্রীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। দ্বিতীয় ডেউয়ের শুরু থেকে এ রির্পোট লেখা পর্যন্ত ত্রিশালে আক্রান্ত হয়েছে ৬৪ জন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকনের স্ত্রী তানিয়া আক্তার (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরন করেন।
এছাড়াও উপজেলার মঠবাড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফিরোজ আলী (৫০) ও ত্রিশালের রাশিদা বেগম (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই দিনে তিনজন মারা গেছে। এ পর্যন্ত ৬৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্যবিধি আরো কঠোর ভাবে পালন করতে হবে নতুবা সংক্রামনের হার দিন দিন বাড়তেই থাকবে, তিনি সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিধিনিষেধ পালন করার আহবান জানান।