চেকপোস্ট তদারকিতে পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান
আজ ৫ জুলাই সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান পিরোজপুর সদর থানাধীন পুলিশ চেকপোস্ট তদারকি করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম সেবাসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ। উল্লেখ্য জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শপিংমল, মার্কেটসহ সব দোকানপাট, বিনোদন কেন্দ্র, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।