শিরোনাম

South east bank ad

জামালপুরে এক স্কুল ছাত্রী ও এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম ( জামালপুর) : জামালপুরে বাড়ির পাশে মক্তব থেকে এক স্কুল ছাত্রী ও শরিফপুরে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
আজ দুপুরে সদরের মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর গ্রাম থেকে মারিয়া জান্নাত মুক্তি নামে ওই এসএসসি পরীক্ষার্থীর ও সকালে শরিফপুরের রামপুর নয়াপাড়া গ্রাম থেকে মোমেনা খাতুন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চান্দের হাওড়া আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মুক্তি রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে না এলে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পায়নি। পরে আজ দুপুরে বাড়ির পাশের মক্তবের একটি রুমে মুক্তির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মুক্তির মা পারভীন জানান, মুক্তিকে তার সহপাঠী পাশ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের মিরাজ দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো। রবিবার মিরাজ তার নানা চর মল্লিকপুর গ্রামের শুক্কুরের বাড়ীতে বেড়াতে আসে। রাতে মিরাজ ও তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে আজ সকালে শরিফপুর ইউনিয়নের রামপুর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে একটি গাছের সাথে মোমেনা খাতুন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: