শিরোনাম

South east bank ad

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি) : ঝালকাঠি নলছিটি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিঠু নামের একজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুলাই) উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো.সাখাওয়াত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে সরই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: