মাদারীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন, মোড়ে মোড়ে বাঁশের ব্যারিকেড
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের পঞ্চম দিনেও কঠোর অবস্থানে মাদারীপুরে প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের পুলিশ ও জেলা প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। জেলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে বাঁশের ব্যারিকেট দিয়ে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। বিনা কারণে ঘর থেকে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকতা মো. সাইফুদ্দিন গিয়াস জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা সদরের বিভিন্ন স্থানে ১৬টি মোবাইল টিম মাঠে কাজ করছে। যারা অযথা স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে বের হচ্ছে তাদের বিরুদ্ধে জরিমানা ও মামলা করা হচ্ছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার, বিজিবি ও রোবার স্কাউট সদস্যরা মানুষকে সচেতন করতেও স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় ২৯১টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। ২৪ ঘন্টার শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। ফলে জেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।