ফুলবাড়িয়ায় সর্বাত্মক লকডাউনের দুইদিনে ২৯ মামলা
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) : চলমান সাত দিনের সর্বাত্মক লকডাউনের ৪র্থ ও ৫ম দিন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট আশরাফুল ছিদ্দিক এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৯ টি মামলায় ২৮ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে সদর বাজার থেকে ইউছুফ নামের এক ব্যক্তি ৫শ টাকা জরিমানা ও কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। জালের আনুমানিক মূল্য ২০হাজার টাকা হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/ চলাচলে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজার সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল ৫.০০ টায় দোকান-পাট বন্ধ হয়েছে কিনা তা থানা পুলিশের মাধ্যমে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।