শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ জুয়ারি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে তাদেরকে ময়মনসিংহ সদরের বড়িয়ান মধ্যপাড়া থেকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার রাতে জেলা সদরের বড়িয়ান মধ্য পাড়ায় জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারিকে গ্রেফতার করে।

জুয়াড়িরা হলো, সাখাওয়াত হোসেন, দেলোয়ার, নুরুল ইসলাম,মতিউর রহমান ও সোহাগ। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ। তাদের সকলের বাড়ি বড়িয়ান মধ্যপাড়া গ্রামে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: