শিরোনাম

South east bank ad

আগামীকাল থেকে টানা সাতদিন ৫ হাজার মানুষকে প্রতিদিন খাবার দেবে ডিএমপি

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

করোনা মহামারির মধ্যে সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রায় সবকিছু স্থবির হয়ে পড়ায় বিপাকে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষরা। এ অবস্থায় দুস্থদের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ জুলাই) থেকে টানা সাতদিন প্রতিদিন ৫ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায়দের মধ্যে খাবার বিতরণ করবে ডিএমপি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন ডিএমপির ৫০টি থানা এলাকায় একযোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই খাবার বিতরণ করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনা ঢেউ মোকাবেলায় জনস্বার্থে সরকার ঘোষিত সার্বিক বিধি-নিষেধ চলছে। প্রাণচঞ্চল এই ঢাকা শহর প্রায় থমকে গেছে, দুর্যোগ মেকাবিলা করতে গিয়ে সবার মতোই বেশি বিপাকে পড়েছেন অসহায় নাগরিকরা।

এ অবস্থায় আগামী সাতদিন প্রতিদিন ৫ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করবে ডিএমপি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই ডিএমপির এই উদ্যোগ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: