শিরোনাম

South east bank ad

মৌলভীবাজারে একদিনে করোনা শনাক্তের হার ১০০ শতাংশ

 প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এ এস রায়হান (সিলেট) :
সিলেটের মৌলভীবাজারে একদিনে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের সবারই করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলাটিতে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত হার ১০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষায় সবারই রিপোর্ট পজিটিভ এসেছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ৩৮ দশমিক ৩২ শতাংশ। এছাড়া বিভাগের চার জেলার মধ্যে মৌলভীবাজারেই সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে সিলেট জেলায় শনাক্ত হার ৩৫ দশমিক ৩৭ শতাংশ, সুনামগঞ্জে ৪১ দশমিক ৪৬ শতাংশ ও হবিগঞ্জে ৩৭ দশমিক ৯৩ শতাংশ।

২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৯৫টি নমুনা পরীক্ষায় ২২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩৬ জন সিলেট জেলার। সুনামগঞ্জ জেলার ১৭ জন, হবিগঞ্জের ২২ জন ও মৌলভীবাজারের ২১ জন। পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মোট মৃত্যু বেড়ে ৪৮৩ জন হয়েছে। সবমিলে সিলেটে ২৬ হাজার ৭১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ২৩ হাজার ৯৮০ জন সুস্থ হয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: