জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টহল নীলফামারীতে
চলমান লকডাউন এর চতুর্থ দিনে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ, জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টহল দেয়। লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অধিনায়ক- ১৯ মিডিয়াম, রেজিমেন্ট আর্টিলারি লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ হোসেন, (পিএসসি.জি) ,সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম প্রমুখ। এসময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে নাগরিকদের প্রতি আহবান জানানো হয়।