শিরোনাম

South east bank ad

পাবনার সংক্রমণ বেড়ে আক্রান্ত ১৪৭ জন অক্সিজেনের জন্য হাহাকার

 প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রনি ইমরান(পাবনা) : করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন মত জীবন রক্ষাকারী অক্সিজেন মিলছে না পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওর্য়াডে।রোগীকে সার্পোট দেয়া অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে গেলে তা পূনরায় ভরে আনতে সময়ক্ষেপণ হচ্ছে। এই চরম সময়ে রোগীর প্রতি নিশ্বাসে দম বন্ধ হওয়া আর্তনাদ গুলোতে কষ্টের শেষ নেই । মহামারীকালে কোভিড রোগীদের জন্য বহুল কাঙ্ক্ষিত সেন্টাল অক্সিজেন প্লান্ট কয়েক মাস আগেই চালু হওয়ার কথা থাকলেও তা এখনো চালু হয়নি হাসপাতালে। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, আগের সহকারী পরিচালক বিষয়টি তেমন গুরুত্ব না দেওয়ায় ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে এখনো হাসপাতালে চালু হয়নি সেন্টাল আক্সিজেন। তবে অক্সিজেনের সমস্যা আর থাকছেনা বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। সোমবার থেকেই কোভিড ওর্য়াডে সেন্টাল অক্সিজেন সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার পর্যন্ত হাসপাতালের কোভিড ওর্য়াডে রোগী বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ১ জন চিকিৎসক ও ৩ জন নার্সকে কোভিড ওর্য়াডেই অবস্হানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় কতৃপক্ষ। তবে ৭৬ জন কোভিড রোগীর সেবাদানের জন্য চিকিৎসক ও নার্সের অপ্রতুল রয়েই গেছে।

রাজশাহী বিভাগের নতুন হটস্পট হয়ে উঠছে পাবনা।জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৪৭ জন যা গতদিনের আক্রান্ত ও শনাক্তের হারের দিক দিয়ে বেশী। শনাক্তের হার শতকরা ২০ দশমিক ৩০ ভাগ জানিয়েছেন জেলা স্বাস্হ্যবিভাগ।

মানুষ যদি এখনো সচেতন না হয়ে তবে আরো ভয়াবহ হবে পাবনার করোনা পরিস্থিতি বলে মনে করেন জেলা স্বাস্হ্যবিভাগ। করোনার ভয়াবহতা তুলে ধরে অসচেতন মানুষদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃসালেহ্ মুুহাম্মাদ আলী। তিনি বলেন, কেউ যদি মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে অক্সিজেন নিতে না চায় তাহলে তাকে অবশ্যই মাস্ক পড়তে হবে। মেনে চলতে হবে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধিগুলো। গত বছর এপ্রিলে যখন পাবনায় করোনা পরিস্থিতি শুরু হলো তখন থেকেই তিনি কোভিড ওর্য়াডে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই সম্মুখসারি নিবেদিত ডাক্তার তার অভিজ্ঞতার আলোকে বলেন, আসলে অসচেতন মানুষ করোনার ভয়াবহতা আঁচ করতে পারছেনা। দীর্ঘদিন কোভিড ওর্য়াডে রোগীদের সেবা দিতে গিয়ে দেখেছি রোগীদের ফুসফুস ভরে শ্বাস নিতে না পারার যন্ত্রনাদায়ক মূর্হুর্তগুলো। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কোভিড রোগীদের আর্তনাদ। তাদের স্বজনদের দিশেহারা ছোটাছুটি। সাম্প্রতিক সময়ে পাবনা জেনারেল হাসপাতালের কোভিড ওর্য়াডে এতো রোগীর চাপ ও অক্সিজেনের অভাবে দম বন্ধ হওয়া হাহাকার তিনি এর আগে দেখেনি। কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, পাবনায় হাসপাতাল গুলোতে প্রায় প্রতিদিনই করোনার উপর্সগ নিয়ে রোগী মারা যাচ্ছে তবে শনাক্ত হচ্ছেনা। শনাক্ত না হওয়ায় তা হিসেবে আসছেনা। পাবনায় পিসিআর ল্যাব না থাকায় আক্রান্ত যেমন বাড়ছে তেমনি শনাক্ত না হওয়াতে যারা উপসর্গ নিয়ে কোভিডে মৃত্যুবরণ করছে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। পাবনায় পিসিআর ল্যাব না থাকায় রোগীর সংখ্যা বাড়েছে বলে মনে করেন পাবনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ রাম দুলাল ভৌমিক তিনি বলেন, ভাইরাসের বাহক করোনা পরিক্ষা করাতে দিয়ে তাদের অপেক্ষা করতে হচ্ছে। রিপোর্ট দেরিতে আসায় বাহক সামাজিক ভাবেই সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে। এছাড়া মানুষের অসচেতনতায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

পাবনায় ৪র্থ দিনের মত কঠোর লকডাউন চলছে, সকাল থেকে শহরের বিভিন্ন গুরুপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। মানুষের জটলা ভীর গেদারিং না করতে বলা হচ্ছে। করোনার ভয়াবহতা তুলে ধরে সকলকে সর্তক হতে ও স্বাস্হ্যবিধি মানতে উৎসাহীত করছেন। লকডাউনে শহরে মানুষ কম থাকলেও শহরের আশেপাশের এলাকা ও অলিগলিতে মানুষের জটলা গাদাগাদি বেশি হচ্ছে। শহরে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে। জেলা স্বাস্হ্যবিভাগ বলছে অচিরেই সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে।

পাবনায় কোভিড রোগীদের সেবায় অক্সিজেন নিয়ে এগিয়ে এসেছে জেলা যুবলীগ, ছাত্রলীগ, ও সেচ্ছাসেবকরা। তারা শ্বাস নিতে না পারা কোভিড রোগীদের অক্সিজেন দিতে দিনরাত রোগীর বাসায় ছুটে যাচ্ছেন। জেলা স্বাস্ব্যবিভাগ থেকে জানা যায় বেশীরভাগ রোগী ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। অবস্থা খারাপ হলেই হাসপাতালে আসছে।কারণ হাসপাতালে এতো জায়গা নেই। পাবনায় মোট রোগীর সংখ্যা ৫ হাজার ৫ শত ছাড়িয়ে গেছে। সংক্রমণ বাড়ছে মানুষ যত বেশী অসচেতন হচ্ছে আক্রান্তের সংখ্যা ততোই বাড়ছে। বাংলাদেশ বেতারের পাবনা জেলা প্রতিনিধি সুশীল কুমার তরফদার বলেন, সকলকেই নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য সচেতন হতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: