শিরোনাম

South east bank ad

জামালপুরে করোনায় নতুন করে ৫১জন শনাক্ত, ২মৃত্যু

 প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম (জামালপুর) : জামালপুরে প্রতিদিন বেড়েই চলছে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে মৃত্যুর তালিকা।
গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ১৯.৫১শতাংশ থেকে বেড়ে ১৯.৮১ হয়। নতুন করে একদিনে ৫১জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে আরো দুইজন নারীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান , জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ও রেপিড এন্টিজেনে ২৫৪টি নমুনা পরীক্ষায় বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, প্রতাপ নন্দীর স্ত্রী এবং পল্লী বিদ্যুৎ এর স্টাফসহ ৫১জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। এড়াছাও দুই নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এরা বকশিগঞ্জ উপজেলার হাবিবা(৬৫)বছর বয়সী এক নারী সে নিজ বাসায় ও মেলান্দহ উপজেলার মমেনা(৬২)বছর বয়সী ওই নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মারা যান। জেলায় জ্বর সর্দি,কাশি করোনার মত উপসর্গ বেড়ে গেছে। নতুন শনাক্ত হয়েছে, জামালপুর সদরে ২০জন, সরিষাবাড়ি ৮জন, বকশিগঞ্জে ২১জন, মাদারগঞ্জে ১জন,ইসলামপুরে ১জন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০২১জন, মোট সুস্থ ২৪৬৬জন, মোট মৃত্যু ৫৩জন। রেফার্ড ৪১জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৭৪ জন।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ১১জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ ও ঢাকায় ২জন।
শামীম আলম / জামালপুর
০৪.০৭.২১
০১৭১৬৮৯৭৯৮২

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: