শিরোনাম

South east bank ad

গৌরীপুরে লকডাউনের তৃতীয় দিন, ২২ মামলায় ৩৩ হাজার ৪শ টাকা জরিমানা

 প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার (গৌরীপুর, ময়মনসিংহ):
চলমান সর্বাত্মক কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ মামলায় ৩৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এদিন ০৫টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এসময় সাথে ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান এদিন ১৭টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গৌরীপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ময়মনসিংহের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, চলমান লকডাউনের তৃতীয় দিন পর্যন্ত জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১০২টি মামলায় ১ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: