গৌরীপুরে মোবাইল কোর্টকে হয়রানি, ব্যবসায়ীকে জরিমানা
মশিউর রহমান কাউসার (গৌরীপুর,ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্টকে হয়রানি ও সরকারি নির্দেশনা অমান্য করায় পৌর শহরের মধ্যবাজার এলাকার রড সিমেন্টের ব্যবসায়ী স্বপন মিয়াকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার (০৩ জুলাই) দুপুরে ইউএনও ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, কঠোর লকডাউনে দোকানের একপাশের সার্টার খোলা রেখে রড-সিমেন্ট বিক্রি করছিলেন উল্লেখিত ব্যবসায়ী। এসময় মোবাইল কোর্ট দেখে ভেতরে থেকে তিনি দোকানের সার্টার বন্ধ করে দেন। তাকে বার বার ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ করেননি। দীর্ঘসময় অপেক্ষার পর বাইরে থেকে তালা বন্ধ করে আনসার পাহারায় রেখে অন্যত্র মোবাইল কোর্ট পরিচালনা করতে চলে যান ইউএনও। পরে গৌরীপুর থানার অফিসার ইনাচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে তাকে দোকানের ভেতর থেকে বের করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।