বকশীগঞ্জে এক স্বাস্থ্য কর্মকর্তা ও তার স্ত্রী করোনা শনাক্ত
শামীম আলম (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে প্রতিদিন বেড়েই চলছে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা। গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস নতুন করে একদিনে জেলায় ৪৮জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
জামালপুর সিভিল সার্জন জানান , জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে ও রেপিড এন্টিজেনে ২৩৫টি নমুনা পরীক্ষায় বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার স্ত্রী এবং জামালপুর জেনারেল হাসপাতালের এক নার্সসহ ৪৮জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। বকশীগঞ্জে জ্বর সর্দি,কাশি,শরীর ব্যথাসহ করোনার মত উপসর্গ বেড়ে গেছে। জেলায় মোট আক্রান্তে সংখ্যা ২৯৭০জন, মোট সুস্থ ২৪৫৩জন, মোট মৃত্যু ৫১জন। রেফার্ড ৪১জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৩৮ জন। বকশীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মুনমুন জাহান লিজা জানান, বকশীগঞ্জ করোনা প্রতিরোধ করার জন্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষজনকে জিজ্ঞাসাবাদ ও অকারণে বাইরে বের হওয়ার জন্য জরিমানা করছে। তবে যথারীতি শহরের শপিংকমপ্লেক্সসহ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের টহল অব্যাহত রয়েছে।