ময়মনসিংহে ২য় দিনের লকডাউনে ১৮৭ মামলায় জরিমানা
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
ময়মনসিংহে দ্বিতীয় দিনেও জেলার তেরটি উপজেলার ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ছয়টা হতে পুরো ময়মনসিংহ জেলায় শহরে লকডাউন নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেছে এই অভিযান রাত দশটা পর্যন্ত চলমান থাকবে। সকল অভিযান কার্যক্রম তদারকি করতে সকাল থেকেই রাস্তায় নেমেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক , জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, স্থানীয় সরকার উপ-পরিচালক একেএম গালিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কান্তি বসাক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। ২ জুন শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত পরিচালিত লকডাউনের অভিযানের শেষ খবর পাওয়া পর্যন্ত মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় ময়মনসিংহ জেলায় সর্বমোট ১৮৭টি মামলায় ১৩২০৩০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশ, সেনাবাহিনী, র্যাব,বিজিবি স্কাউট,বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।