ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করলেন পিপিপি কর্তৃপক্ষের সিইও সুলতানা আফরোজ
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ (সচিব) ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কাজের অগ্রগতি দেখতে সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এ সময় প্রকল্প এলাকায় উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক আবুল বাশার, পরিচালক আনোয়ার হোসেনসহ প্রকল্প পরিচালক, বেসরকারি সহযোগী ও উচ্চপদস্থ কর্মকর্তারা।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রথম পিপিপি প্রকল্পের অধীনে এ প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এক্সপ্রেসওয়ে প্রকল্পটির নির্মাণ সময় ধরা হয়েছে তিন বছর।
এ প্রকল্পের কাজ ২০২৪ সাল নাগাদ শেষ হয়ে যাবে। প্রকল্প কোম্পানি জানিয়েছে আগামী আগস্টের শুরুতেই ফাইন্যান্সিয়াল ক্লোজিং সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা শহরে প্রবেশ না করে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন সহজেই দেশের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে চলাচল করতে পারবে। প্রকল্পটি ঢাকা শহরের অভ্যন্তরে যানজট নিরসনে অনেক সহায়ক হবে।