শিরোনাম

South east bank ad

আইসিএমএবির আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনার

 প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সম্প্রতি আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন উপলক্ষে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর আয়োজনে ‘কভিড-১৯ ইমপেক্ট অন দ্য এসএমই অ্যান্ড এসএমপি; দ্য বাংলাদেশ পারসপেক্টিভ’ শিরোনামে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে এ ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বিশেষ অতিথি ছিলেন দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) প্রেসিডেন্ট অ্যালান জনসন ও সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন।
ওয়েবিনার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএমএবি কাউন্সিল সদস্য ইমতিয়াজ আলম। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আইসিএমএবি সহসভাপতি মো. মামুনুর রশিদ এবং ধন্যবাদ জানান আইসিএমএবি সচিব কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন।
ওয়েবিনার অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবির সাবেক সভাপতি এবং বর্তমান কাউন্সিল সদস্য এএসএম শায়খুল ইসলাম, সাফার স্মল ও মিডিয়াম প্র্যাকটিস কমিটির চেয়ারম্যান সিএ সতীশ কুমার গুপ্ত এবং আইসিএ ইন্ডিয়ার কমিটি ফর মেম্বারস ইন প্র্যাকটিসের চেয়ারম্যান সিএ সন্জীব সিগাল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: