মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
নুর উদ্দিন সুমন( হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -৯। বৃহস্পতিবার (১জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভাস্থ সেমকো এনার্জি লিমিটেড এর সামনে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ৬.১ কেজি গাঁজা, ২টি মোবাইল ও ৪টি সীমকার্ড এবং নগদ ৪ হাজার ৫২৫ টাকা সহ মোঃ সোহেল মিয়া (৩২), মোঃ রহমত আলী (৪২)কে আটক করেন। আটকৃত সুহেল মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার মৃত জলুই মিয়ার ছেলে ও মোঃ রহমত আলী, কৃষ্ণপুর এলাকার মোঃ সিদ্দিক আলীর ছেলে। তাদেরকে দুপুরে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।